×

জাতীয়

ঢাবি’র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০৫:৪৩ পিএম

ঢাবি’র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
   
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা তিনটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় বিশ মিনিট স্থায়ী হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করে ঢাবির প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী। যার মধ্যে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে ইমদাদুল নামে এক পুলিশ কনস্টেবলসহ প্রায় ৭ জন আহন হয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ কনস্টেবলকে বারডেমে ভর্তি করা হয়েছে। জানা যায়, মিছিলে আসা শিক্ষার্থীদের ছোড়া ইটের টুকরার আঘাতে ইমদাদুলের মাথায় আঘাত লাগে। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বেলা আড়াইটার দিকে রাজু ভাস্বকযের পাদদেশে অনুষ্ঠিত হওয়া এক সমাবেশে নেয়া তাৎক্ষনিক সিদ্ধান্তে তারা শাহাবাগের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, ‘আমরা যখন মিছিল নিয়ে শাহাবাগ চত্ত্বরের অভিমুখে যাওয়ার চেষ্টা করি তখন পুলিশ আমাদের বাধা দেয়। আমরা তাদের (পুলিশ) সাথে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং দুইজনকে আটক করে। আমাদের ওপর বিনা উস্কানিতে লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ার গ্যাস ছুঁড়েছে। বাম ছাত্র সংগঠনগুলো দাবি করছে, মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের কর্মী আশরাফুল হক ইসতিয়াক ও ছাত্রফন্টের সজীব চৌহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে (বিকাল সাড়ে চারটায়) শাহবাগ থানায় খোঁজ নিলে দায়িত্বরত পুলিশ কর্মকতা এ প্রতিবেদককে জানান, থানায় কেউ আটক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App