×

জাতীয়

রূপগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ এএম

রূপগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

ছবি: সংগৃহীত

   

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের দাবি, ‘শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তাঁর অনুসারী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পে হামলা হয় এবং আগুন দেয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ক্যাম্প এলাকায় হইচই শুনে এসে দেখেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এ সময় তাঁরা ক্যাম্পের ভেতরে আগুন দেখতে পান। পরে নৌকার সমর্থকেরা আগুন নেভান।

তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িত নন বলে দাবি করে মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, তাদেরকে ফাঁসাতে আওয়ামী লীগের লোকজনই ক্যাম্পে আগুন দিয়েছে। আরিফ নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে নৌকার সমর্থকরা মারধর করেছে বলেও অভিযোগ করেন মোশাররফ হোসেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করে বিস্তারিত বলতে পারব।’

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App