হাজারীবাগে নাশকতায় বিএনপির ১৭ নেতাকর্মীকে কারাদণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত
হাজারীবাগ থানার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে ২ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজু আহমেদ, জিসান, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, ফাহমিদা, আলম মিয়া, আবুল খায়ের, নরুল হক আরজু, মো. মুরাদ, মো. সালাম, মো. সুমন, মো. মামুন মিয়া, আলমগীর, মো. জনি, মো. হাবিবুল হাবিব, মো. ইসলাম উদ্দিন ও মো. রাজু হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাজারীবাগ থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতা করে। এ ঘটনায় পুলিশ উপ-পরিদর্শক মো. অলিভ মাহমুদ বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ১৭ আসামিকে চার্জশিটভুক্ত আসামি করা হয়৷