×

জাতীয়

১৫ ভরি সোনা চুরি, তিন আসামি রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম

১৫ ভরি সোনা চুরি, তিন আসামি রিমান্ডে

ছবি: সংগৃহীত

   

রাজধানীর মিরপুরে একটি বাড়ি থেকে ১৫ ভরি সোনা চুরির অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামিকে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়েছে। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার বেলায়েত সওদাগরের ছেলে মো. ছগির ওরফে রাজু (৩৫), বরিশাল জেলার কোতোয়ালী থানার শাশী গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. মাহাবুব বাড়ী ওরফে জাকির এবং বি-বাড়িয়া জেলার কসবা থানার লিসিয়ারা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. মোস্তফা।

শনিবার (১৬ ডিসেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাদের জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে মিরপুরে একটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়। পরে বাড়ির সিসিটিভি ফুটেজে চোরদের প্রবেশ করতে দেখা যায়। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালে শুক্রবার (১৫ ডিসেম্বর) আসামিদের রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ আসামিদের হেফাজত হতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App