দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০১৮, ১১:২৭ এএম
সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার রাতে টাঙ্গাইল ও রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম দাবি করেন, গতকাল রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে।
র্যাব কর্মকর্তা আরো দাবি করেন, এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত মো. রুহুল গোলড়া গ্রামের বাসিন্দা। র্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। এলাকায় তিনি কাইলা রুহুল নামে পরিচিত ছিলেন।
রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রকিবুল ইসলাম অপি নামে ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি একজন মাদক বিক্রেতা।
রবিবার (৩ জুন) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিষয়টি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ নিশ্চিত করেছেন।