গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদ ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনটি আয়োজিত হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, যুদ্ধ বিরতির ঘোষণা দেয়ার পরেও যুদ্ধ বিরতিতে না যেয়ে নিষ্ঠুরভাবে মানুষদের হত্যা করা হচ্ছে। সেই হত্যার প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। গতকাল জাতিসংঘে যুদ্ধ বিরতির জন্য ভোট হয়েছে। ১৫টি রাষ্ট্রের মধ্যে ১৩টি রাষ্ট্রই যুদ্ধ বিরতির পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। আর যুক্তরাজ্য ভোট দেয়া থেকে বিরত থেকেছে। এতে করেই বোঝা যায় যুদ্ধের সমস্ত রসদ যোগান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তিনি আরো বলেন, এ পর্যন্ত সেখানে যাদের হত্যা করা হয়েছে তারমধ্যে ৭০ শতাংশ নারী। যারা ফিলিস্তিনের পক্ষে লেখালেখি করছে। যারা কবিতা লিখে ফিলিস্তিনের জনগণকে উজ্জীবিত করছে তাদেরকেও হত্যা করা হচ্ছে। একজন কবিকে হত্যা করা হয়েছে যিনি ফিলিস্তিনের পক্ষে কবিতা লিখেন। তার পুরো পরিবারসহ তাকে হত্যা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার বলেন, আজকে গাজায় নৃশংস হত্যাকাণ্ড চলছে। বিশ্ব মানবাধিকার দিবসে আজকে নিপীড়িত মানুষের কথা বলতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই দ্রুত গাজায় এই গণহত্যা বন্ধ হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সামাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফাজরীন হুদা প্রমুখ।