ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজে থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশের কারণে এ ফলাফল হয়েছে। এই ফলাফলের জন্য সকল পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যমতে, এবার ফেনী সরকারি কলেজে থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৪৬১ জন অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৩১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন।