বিজয়নগর মোড়ে ৫ ককটেল বিস্ফোরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
রাজধানীর বিজয়নগর মোড়ে পুলিশ ও বিজেপির গাড়ি সংলগ্ন জায়গায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার ৩৮ মিনিট পরে সন্ধ্যা সাতটা ৩৮ মিনিট ও সাতটা ৩৯ মিনিটে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নগর মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে বার করে রাখা তিনটি বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ির ১০ হাত ধরে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যা সাতটা ৪৩ মিনিটে রাস্তায় পড়ে থাকা আরো একটি অবিস্ফোরিত ককটেল গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিস্ফোরিত হতে দেখা গেছে। তবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।