সীতাকুণ্ডে মিনিবাসের ধাক্কায় লেগুনা খাদে, আহত ১২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

ছবি: ভোরের কাগজ
সীতাকুণ্ডে মিনিবাসের ধাক্কায় যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ জন কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সবাই উপজেলার ছোট দারোগারহাট এলাকায় অবস্থিত তাহের মঞ্জুর কলেজের শিক্ষার্থী। সোমবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখনগরে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ১২ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরের কাগজের সীতাকুণ্ড সংবাদদাতা সংশ্লিষ্ট কলেজ ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, কলেজ ছুটি শেষে যাত্রীবাহী লেগুনা করে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ড পৌরসভার শেখনগর এলাকায় একটি মিনিবাস ওই লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয় । এতে লেগুনাটি খাদে পড়ে যায়। লেগুনার ভিতরে থাকা তাহের মঞ্জু কলেজের ১২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
তাহের মঞ্জু কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বলেন, কলেজে ছুটি শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, মাইমুনা, রাজিয়া, সানজিদা ও স্বপ্না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরু উদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৮ জন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে বাড়িতে ফিরে গেছে।