×

জাতীয়

নান্দীমুখ-এর ৩৩বছর পূর্তিতে ‘তিন পথিকের জন্মশতবর্ষ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম

নান্দীমুখ-এর ৩৩বছর পূর্তিতে ‘তিন পথিকের জন্মশতবর্ষ’

তাপস সেন, শোভা সেন ও হাবিব তানভির। ছবি: ভোরের কাগজ

   
‘শিল্প সাহিত্য বিপ্লবকে দিক ভাষা/বিপ্লব শিল্প সাহিত্যকে দেবে মুক্তি’ স্লোগানে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মুখর সময়ে নতুন ভাবনায় একদল তরুণের হাত ধরে গড়ে উঠেছিল দেশের প্রতিনিধিত্বশীল নাটকের দল নান্দীমুখ। নানা চড়াই উৎড়াই পেরিয়ে দলটি ৩৩বছর পূর্তি উদযাপন করতে চলেছে ১৩ নভেম্বর সোমবার। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি এবং গ্যালারী হলে তিনদিনব্যাপী ‘তিন পথিকের জন্মশতবর্ষ’ পালন করতে যাচ্ছে দলটি। ৩৩ বছরের উজান ঠেলে সাঁতার কাটতে কাটতে পায়ের নিচে বালি ছোঁয়ার চেষ্টায় ... অগাধ জলে ঝাঁপ দিয়ে কুলের তীরে পৌঁছার অবিরাম এই প্রচেষ্টায় নান্দীমুখ পালন করতে যাচ্ছে উপমহাদেশের তিন নাট্যব্যক্তিত্বকে নিয়ে ‘তিন পথিকের জন্মশতবর্ষ’। এই নাট্যব্যক্তিত্বরা হলেন তাপস সেন, শোভা সেন ও হাবিব তানভির। নান্দীমুখ তাদের ঔচিত্যবোধ ও দায়বদ্ধতার জায়গা এবং বিশ্বরঙ্গালয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার প্রয়াস থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। উপমহাদেশের এই তিন নাট্য পরিব্রাজক এতদ অঞ্চলের থিয়েটারকে বিশ্বরঙ্গশালায় প্রতিস্থাপন করেছেন সন্দেহাতীতভাবে। আলোর জাদুকর তাপস সেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকসম্পাত শিল্পী। আমৃত্যু তিনি তার আলোর ছটায় শুধু বাংলা থিয়েটার বা ভারতীয় রঙ্গমঞ্চ নয় বরং বিশ্ব রঙ্গমঞ্চ আলোকিত করেছেন। আলোক বিজ্ঞানকে নিয়ে গেছেন এক শিল্পের স্তরে। শোভা সেন একজন বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। ভারতীয় গণনাট্য আন্দোলনের নেত্রী থেকে ছয় দশকে এক কিংবদন্তি অভিনেত্রী হয়ে উঠেছিলেন। তার জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফরিদপুরে। হাবিব তানভির অন্যতম জনপ্রিয় উর্দু, হিন্দি নাট্যকার, থিয়েটার পরিচালক, কবি ও অভিনেতা। সমকালীন ভারতীয় নাট্যকলার এক প্রবাদ পুরুষ। তিনি ছত্তিশগড়ে লোকশিল্পীদের নিয়ে তার ’নয়া থিয়েটার’-এর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী দিনে তাপস সেন-এর উপর স্মারক বক্তৃতা ‘তাপস সেন : নিশ্চিন্ত আশ্রয়’ উপস্থাপন করবেন নাট্যকার, প্রাবন্ধিক ও গবেষক ড. আশিস গোস্বামী এবং সঞ্চালনা করবেন নাট্যজন শিশির দত্ত। তারপর তাপস সেনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘লেট দেয়ার বি লাইট’। তথ্যচিত্রটি নির্মাণ করেন অসিত বসু ও ভদ্রা বসু। ১৪ দ্বিতীয় দিন নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শোভা সেনের উপর স্মারক বক্তৃতা ‘অভিনয়শিল্পে শোভা সেন’ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ও গবেষক ড. অনীত রায় এবং সঞ্চালনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। ১৫ নভেম্বর সমাপনী সন্ধ্যায় সাড়ে ৬টায় হাবিব তানভির-এর উপর স্মারক বক্তৃতা ‘হাবিব তানভির : আন্তর্জাতিকতা থেকে সহজিয়া’ উপস্থাপন করবেন নাট্যকার, প্রাবন্ধিক ও গবেষক ড. আশিস গোস্বামী এবং সঞ্চালনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম দাশ। তারপর হাবিব তানভিরকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘হাবিব তানভির : অ্যা জার্নি টু দ্যা প্যাশন’। তথ্য চিত্রটি নির্মাণ করেন দেবেশ চট্টোপাধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App