×

জাতীয়

শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার
   

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। শিক্ষার মানোন্নয়নে যা প্রয়োজন সব করছি আমরা।

শনিবার(১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব কিছুতেই যুগান্তকারী অবদান রাখছে। দেশের মানুষ এখন এই সরকারকে বিশ্বাস ও আস্থার প্রতীক মনে করে। এই সরকার কোন ভেদাভেদ সমর্থন করেনা। সরকার সবার জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে আসছে ; যার জন্য দেশের সকল শ্রেণীপেশার মানুষ শান্তিতে বসবাস করছেন। দেশের সার্বিক উন্নয়নে এই সরকারের বিকল্প নেই। আর এসব কিছুর অগ্রসৈনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি আমরা। তাই শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা,’; জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ-সভাপতি তেরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক প্রমুখ।

এরআগে সকাল ১০ টায় আরএইচডি শত্রুমর্দন অগ্রণী ফার্ম সড়ক চেইনেজ ৯৩০ মিটার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App