বিচার বিভাগীয় তদন্ত দাবি রওশন এরশাদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও লক্ষীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ্ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তিনি।
রওশন এরশাদ বলেন, গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুরে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উক্ত নির্বাচনের ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
এ জন্য নির্বাচন কমিশন ওই আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আমি জানতে পেরেছি। আমি মনে করি, এ বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া বাঞ্চনীয়। আমি আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিবে।