ট্রাকচাপায় ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ও তার বন্ধু নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১১:১২ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর ইস্কাটন রোডে ট্রাকের চাপায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও তার বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের (৪০) বাড়ি পঞ্চগড়ে, বাবা খাইরুল ইসলাম। আরিফুলের সঙ্গে নিহত সৌভিক করিমের (৪২) বাড়ি নোয়াখালীতে, বাবা মোহাম্মদ আবু করিম। আরিফুল রাজধানীর বড় মগবাজারে থাকতেন।
আরিফুল ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিপণন বিভাগের প্রধান ছিলেন।
নিহত আরিফুলের সহকর্মী সুমন গণমাধ্যমকে জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ইস্কাটন রোড ইউটার্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।