বিএনপি নেতা শরীফুলসহ ৫ জনকে তুলে নেয়ার অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

শরীফুল আলম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ ৫ জনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের তুলে নিয়ে যায় ডিবি। অন্যরা হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাযহারুল এবং শরীফুল আলমের গাড়ি চালক রতন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমূল আহসানকে ( সোহেল) শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এ তথ্য জানিয়েছেন বিএনপি নেতা কাদের গনি চৌধুরী।