আবারো ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনাদের সবার সহযোগিতায় আবারো ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।
২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'একদিনে এতগুলো সাংবাদিক আহত হয়েছেন, কিন্তু রিপোর্টার্স উইথআউট বর্ডার কোনো বিবৃতি দেয়নি। কিন্তু কেন? আপনারা বাধ্য করেন। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে।'
তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় সাংবাদিকতা করেছেন। আজ যে প্রেস ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে সভা করছি, সেটি জাতির পিতার দেয়া। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার করে দেয়া। অত্যন্ত স্বচ্ছভাবে এখানে অনুদান দেয়া হয়। করোনাকালেও অনুদান দেয়া হয়েছে। আরো দশ কোটি টাকা দেয়া হয়েছে।'