যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল হোসাইন সজীব (৩৫) বলে জানা গেছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল হোসাইন সজীব।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারজানা আক্তার জানান, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি।
তিনি আরও জানান, নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম বাবুল আক্তার। তার বাড়ি নারায়ণগঞ্জে। ঘটার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।