বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান পরিকল্পনামন্ত্রীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন সেদিকে সবাইকে নজড় রাখতে হবে। দেশে এখন গুজবের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশে ব্যপক উন্নয়ন করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন চায় না। তারা শুধু সরকারের ভুল ধরায় ব্যাস্ত।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলায় মন্ত্রীর বাসভবনে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা রাখেন, সাংবাদিকরা জাতির দর্পন। আমি আশা করি আপনারা সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে সব সময় সরকারকে সহযোগিতা করবেন।
সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান ও সাধারণ সস্পাদক জাকির হোসেনের নেতৃত্বে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মো. মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক মনোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সদস্য মো. রুহুল আমিন, মোশারফ হোসেন লিট, শাহরিয়ার বাপ্পি প্রমুখ।