
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৬:৩৬ পিএম
আরো পড়ুন
ঢাবি এলাকা থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ পিএম

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, ফারুক (৪০) নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির।
বুধবার (১৮ অক্টোবর) সকালে শহিদুল্লাহ হল সংলগ্ন ফুটপাতে যাত্রী ছাউনির নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর-মালত এই তথ্য নিশ্চিত করে জানান, ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। মাদকাসক্ত থাকার কারণে তার পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। রাস্তাঘাটেই থাকতো সে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, ফারুক (৪০) নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির।
বুধবার (১৮ অক্টোবর) সকালে শহিদুল্লাহ হল সংলগ্ন ফুটপাতে যাত্রী ছাউনির নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর-মালত এই তথ্য নিশ্চিত করে জানান, ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। মাদকাসক্ত থাকার কারণে তার পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। রাস্তাঘাটেই থাকতো সে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।