আবারো শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১০:৩৪ পিএম

দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাতে আবারও কেবিন থেকে করোনারী কেয়ার ইউনিট-সিসিইউ’তে নেয়া হয়েছে তাকে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে সিসিইউতে নেয়া হয়। বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার (১০ অক্টোবর) খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে সিসিইউতে নেয়া হয়েছিল।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।
গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।