ডেঙ্গু প্রতিরোধে কাউন্সিলর নাছিরের মশারি বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম

ছবি : ভোরের কাগজ
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে অসহায় পরিবারের মধ্যে কয়েক হাজার মশারি বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির। মঙ্গলবার সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কার্যালয়ে এই মশারি বিতরণ করা হয়। এসময় ওয়ার্ড কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মশারি বিতরণকালে তিনি সবার উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডের প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে। ডেঙ্গুর লার্ভা নির্মূল করার জন্য প্রতিদিন সকালে স্প্রে করতে হবে। বিশেষ করে নর্দমা, ডোবা, নালা যেখানে মশার লার্ভা জন্ম নেয়।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি এলাকায় প্রতিদিন ফগিং করতে হবে। এই কাউন্সিলর বলেন, প্রথমে সব নাগরিকের এবং ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ আওতাধীন এলাকায় ডেঙ্গু মশার স্থান পরিষ্কারের নির্দেশ দেয়া, একটি মনিটরিং সেল স্থাপন করা, যেখানে নাগরিকরা ডেঙ্গু মশার স্থান সম্পর্কে তথ্য দিতে পারে। এভাবে ঢাকায় এডিস মশার প্রজননস্থল পুরোপুরি ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করে রোগটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।