আরসা কমান্ডার মুছা গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম

আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
কক্সবাজারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় আরসার আরও এক সদস্য এবং দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ করা হয়।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাসহ দুইজন আরসা সন্ত্রাসী ও তাদের সহযোগী দুইজন বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।