হাতিরঝিলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ এএম

ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিল এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কারিবেল হাসান জানান, রাতে হাতিরঝিল এলাকার ফুটপাতে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকার খবর পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।