সৈয়দ সালাহউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা , আজিমপুরে দাফন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

‘ঘুড্ডি’খ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এই নির্মাতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানেই তাকে শ্রদ্ধা জানানো হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, গ্রাম থিয়েটার, জাতীয় কবিতা পরিষদ, চিলড্রেন ফিল্ম সোসাইটি, শিল্পকলা একাডেমি, উদীচী, সম্প্রীতি বাংলাদেশ, নাট্যচক্র, ফেডারেশন অব ফিল্ম সোসাইটি বাংলাদেশ। শ্রদ্ধা জানান সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
ড. হাছান মাহমুদ বলেন, সালাহউদ্দিন জাকীর প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন সৈয়দ সালাহউদ্দিন জাকীর চলে যাওয়াটা চলচ্চিত্র অঙ্গণের জন্য, সাংস্কৃতিক অঙ্গণের জন্য বিরাট ক্ষতি। কারণ তার মতো এ রকম গুণী নির্মাতা একদিনে তৈরি হয়নি।
হাছান মাহমুদ বলেন, সালাহউদ্দীন জাকী একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় বিষয়, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ ছিলেন। তার চলনে, বলনে কোনো বাহুল্য ছিলো না, নিজেকে জাহির করার কোনো প্রবণতা তার মধ্যে কখনো দেখিনি। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।
সৈয়দ সালাউদ্দিন জাকীর ছেলে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
শহীদ মিনার থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডি। সেখানে জোহরের নামাজের পর ১টা ৩০ মিনিটে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে।
প্রথম জানাজা শেষে সালাহউদ্দীন জাকীর মরদেহ দুপুর ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হয় গুণী এই পরিচালককে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই চলচ্চিত্রকার। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় গতকাল তার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।
আজ জোহরের নামাজের পর ১.৩০ মিনিটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। জানাজা শেষে তাকে চ্যানেল আইতে নিয়ে যাওয়া হয়। চ্যানেল আই-এ শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হয়।