
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ১১:১০ এএম
আরো পড়ুন
দিনাজপুরে মাদক ও জাল নোটসহ আটক ৮৫

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০১৮, ০১:০৭ পিএম

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল নোটসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। তারা মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অপরাধী বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ৮৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭১ বোতল ফেনসিডিল, ৪৪৩ ইয়াবা, ৫০ এ্যাম্পুল টিটি ইনজেকশন, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩৫লিটার চোলাই মদ এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন মহিলাসহ ৩০জন চিহ্নিত মাদক বিক্রেতা রয়েছেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল নোটসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। তারা মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অপরাধী বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ৮৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭১ বোতল ফেনসিডিল, ৪৪৩ ইয়াবা, ৫০ এ্যাম্পুল টিটি ইনজেকশন, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩৫লিটার চোলাই মদ এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন মহিলাসহ ৩০জন চিহ্নিত মাদক বিক্রেতা রয়েছেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।