
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:১১ এএম
শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন বদলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ এএম

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর-লাইনওআরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গুলশান গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ইন্সপেক্টর মো. আরশাদ হোসেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হন ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। তারা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। এর পরেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি ডিএমপি কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিগোচর হলে ব্যবস্থা নেয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় বরখাস্ত ও বদলি কার্যক্রম শুরু হয়।