কারাগারে বিএনপি নেতা সালউদ্দিন আহমেদের হার্ট অ্যাটাক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ এএম

সালাউদ্দিন আহমেদ
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ কারাগারে হার্ট অ্যাটাক করেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৩ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করে তার পরিবার। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
এর পর ৪ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।