কারা অধিদপ্তর যেন এডিস লার্ভার কারখানা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

কারা অধিদপ্তর যেন এডিস লার্ভার কারখানা!। ছবি: সংগৃহীত
রাজধানীর বকশি বাজারে অবস্থিত কারা অধিদপ্তরের সদর দপ্তর যেন এডিস মশার লার্ভা সৃষ্টির কারখানা!
সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) উদ্যোগে কারা অধিদপ্তরের সদর দপ্তরে অবস্থিত কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকায় ব্যাপক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অন্তত শতাধিক পরিত্যক্ত পাত্র ও স্থানে এডিস মশার ব্যাপক লার্ভা পাওয়া যায়। পরে সকল পাত্রে সৃষ্ট লার্ভা ধ্বংস করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ভবিষ্যতে যেন এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি হতে না দেয়া হয় সেজন্য কারা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।
কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকায় পরিচালিত এই পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির সরাসরি তদারকি করেন।