নির্বাচনী প্রশিক্ষকদের ট্রেনিং ২ সেপ্টেম্বর শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৪:২২ পিএম


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘নির্বাচনী প্রশিক্ষকদের’ ট্রেনিং শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর।
ওই দিন থেকে তিন মাসব্যাপী প্রায় তিন হাজার জনকে প্রশিক্ষণ দেবে ইসির আওতাধীন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)।
ইসি সূত্রে জানা গেছে, প্রশিক্ষক তৈরির কর্মশালা শেষ হবে ৩০ নভেম্বর।
প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির উপজেলা নির্বাচন কর্মকর্তা থেকে উর্দ্ধতন কর্মকর্তারা, জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তা, কৃষিসহ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও থাকবেন বলে জানা গেছে।
ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, প্রতি ব্যাচে ১০০ জন করে প্রশিক্ষণ নেবেন।
দু’দিনের এই কর্মসূচি হবে আবাসিক। তবে এখনো প্রশিক্ষণের বাজেট চূড়ান্ত হয়নি। কমিশনের কাছে প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এক্ষেত্রে কমিশন যে সিদ্ধান্ত দেবে তাই হবে।