শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১০:০২ পিএম

শিল্পকলা একাডেমিতে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চায়ন করেছে ‘সে এক স্বপ্নের রাত’। ছবি: ভোরের কাগজ’
শিল্পকলা একাডেমিতে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চায়ন করেছে ‘সে এক স্বপ্নের রাত’। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।
ড. খন্দকার তাজমি নূর রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, সাফায়েত, আব্দুল হালিম আজিজ, রফিক, বাচ্চু প্রমুখ।
দুজন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘সে এক স্বপ্নের রাত’। অর্ণব-বেলার সংসারে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায় এক শিশি সুগন্ধি। বেলা সেটি উপহার হিসেবে পান তার পুরোনো বন্ধু রাসেলের কাছ থেকে। সেটার ঘ্রাণ ঘরে যতই ছড়িয়ে পড়ে, দুজনের মধ্যে ততই দূরত্ব বাড়ে। এভাবেই এগিয়ে যায় গল্পটি।