চন্দ্রযান-৩ এর সাফল্যে মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৪:৩৫ পিএম

ব্রিকস সম্মেলনের নৈশভোজে কুশল বিনিময়ের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানেই মোদিকে চন্দ্রযান-৩ এর সাফল্যে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
বুধবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদ পত্রিকা ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়।
এদিকে, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে ব্রিফকালে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।’
এছাড়া নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় করেন। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২২ আগস্ট থেকে শুরু হয়েছে ৩ দিনের ব্রিকসের শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে ভারত ও বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন।