ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১০:২১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী ধনিয়া রসূলবাগ এলাকায় মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন আয়শা আক্তার রনি (৪৫) নিহত হয়েছেন। তাকে ফেরাতে গিয়ে আহত হয়েছেন তাদের বাবা মোখলেসুর রহমান।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করে।
নিহত নারীর স্বামী কামাল হোসেন ইতালি প্রবাসী। বর্তমানে আয়শা দনিয়ার রসুলবাগ এলাকায় তার বাবার বাসার পাশেই অন্য একটি বাড়িতে থাকেন। দুই মেয়ে ও এক ছেলের জননী তিনি।
নিহতের বাবা মোখলেছুর রহমান জানান, তার তিন মেয়ে ও দুই ছেলে। আয়েশা তার বড় মেয়ে। রবিন নামে তার এক ছেলে মাদকাসক্ত। তাকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেন তারা। সেই জন্য রবিনের বড়বোন আয়শা ওই বাসায় যান। তখন রবিনের সাথে চিকিৎসা নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে আয়েশার বুকে ছুরিকাঘাতে করে রবিন। ফেরাতে গিয়ে তার হাতেও আঘাত করে। পরে গুরুতর আয়শাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।