রাজধানীর সঙ্গে যুক্ত হলো পদ্মা সেতুর রেলপথ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৩:৫২ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হয়েছে পদ্মা সেতু। প্রথমবারের মতো শনিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ পাড়ি দিয়ে পরীক্ষামূলক রেলট্র্যাক কার মুন্সীগঞ্জের মাওয়ায় পৌঁছায়।
পরে ট্র্যাককারটি সেখান থেকে সেতু পাড়ি দিয়ে পদ্মার ওপারে ফরিদপুরের ভাঙ্গায় যায়।
প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু রেল সংযোগকে দুইটি ভাগে ভাগ করে কাজ চলছে। একটি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮১.৮৭৫ কিলোমিটার, অপরটি ভাঙ্গা জংশন থেকে যশোর পর্যন্ত ৭৯ কিলোমিটার। কাজের সুবিধার জন্য এই দুই ভাগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হচ্ছে-ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও সেখান থেকে যশোর।
গত জুলাই পর্যন্ত ঢাকা থেকে মাওয়া অংশের নির্মাণকাজের অগ্রগতি হয়েছে ৮০ শতাংশ।
একইভাবে মাওয়া-ভাঙ্গা অংশের ৯৬ শতাংশ ও ভাঙ্গা-যশোর অংশের নির্মাণকাজের অগ্রগতি ৭৬ শতাংশ। জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশ।
আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটির উদ্বোধন করবেন।