এনআরবি গ্লোবাল ব্যাংকে ঋণ জালিয়াতি, মামলার অনুমোদন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম

অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার ম্যানেজার ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেয়া হয়। শিগগিরই সংস্থাটির উপ-সহকারী পরিচালক শামীম খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। দুদক পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের ধানমন্ডি শাখার সাবেক ভিপি অ্যান্ড ম্যানেজার মো. নিজাম উদ্দীন, এসপিও অ্যান্ড জেনারেল ব্যাংকিং ইনচার্জ মহিন উদ্দিন, ট্রেইনি অ্যাসিট্যান্ট অফিসার নুর করিম ও তেজগাঁয়ের বাসিন্দা মোক্তার হোসেন পাটোয়ারী। অপরাপর আসামিরা হলেন- এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এমডি মো. রাসেল শাহরিয়া, হেড অব এসএমই ফিন্যান্স মো. আজিমুল হক, সাবেক ভিপি ও সিএফও মো. মনিরুজ্জামান আকন, সাবেক সিনিয়র অফিসার মো. ফয়সাল আলম, সাবেক অফিসার মো. আউয়াল হোসেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করে ৪৫ লাখ টাকার ঋণ মঞ্জুর করে আত্মসাৎ করেছে। যা বর্তমানে সুদ-আসলসহ মোট ১ কোটি ৩২ লাখ টাকা দাঁড়িয়েছে। অনুমোদিত মামলায় পুরো টাকাই আত্মসাৎ হিসাবে দেখিয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৫৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।