আড়িয়াল বিল দখল বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম

হাইকোর্ট। ছবি: সংগৃহীত
আড়িয়াল বিল দখল, মাটি ভরাট, নির্মাণ কাজ বন্ধ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে. বি. এম. হাসান এবং বিচারপতি রাজিক আল জলিল বুধবার (১৬ আগস্ট) রুলসহ এ আদেশ দিয়েছেন। রুলে, আদালত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত সর্ববৃহৎ জলাশয় “আড়িয়াল বিল” সুরক্ষায় পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিল হতে অবৈধ মাটি ভরাট বা স্থাপনা যা অপসারনের নিদের্শ এবং আড়িয়াল বিল জলাশয়টি মূল অবস্থান অনুযায়ী সংরক্ষণের জন্য কেন নিদের্শ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। সংশ্লিষ্টদের মধ্যে চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এসময় রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ ও সরকার পক্ষে ছিলেন ডিএজি কাজী মাইনুল হাসান ।
পরে এডভোকেট মনজিল মোরসেদ ভোরের কাগজকে বলেন, ঢাকা শহরের বন্যা প্রতিরোধে অন্যতম ভূমিকা রাখে আড়িয়াল বিল এবং জলাশয় সংরক্ষণ আইন, ২০০০, পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ পানি আইন, ২০১৩ এর বিধান অনুসারে জলাশয় ভরাট শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, ভরাটকারীদের বিরুদ্ধে জলাধার আইনের ৮ ধারায় ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন ভরাটকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তাদের নিষ্ক্রিয়তার কারণে দিনে দিনে গুরত্বপূর্ণ জলাশয়টি ভরাট হয়ে যাচ্ছে ।
আদালত এক অন্তবর্তীকালীন আদেশে পূর্ত সচিব, জাতীয় গৃহায়ণ কৃর্তপক্ষ চেয়ারম্যানসহ মোট ৪ জনকে আড়িয়াল বিলের ২০১০ ও ২০২২ সালের প্রকৃত স্যাটেলাইট এরিয়াল ম্যাপ দাখিলের নির্দেশ দেন যাতে প্রকৃত চিত্র পাওয়া যাবে।
অপর এক আদেশে আদালত মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীনগরের ইউএনও এবং পরিবেশের এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে আড়িয়াল বিলে আর যেন কেউ মাটি ভরাট, নিমার্ণ কাজ বা দখল কার্যক্রম করতে না পারে তা নিশ্চিত করতে বলেছেন এবং তাদেরকে ৩ মাসের মধ্যে আদালতে রিপোর্ট দাখিল করতে বলেছেন ।