রংপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জাপা নেতাদের প্রতিযোগিতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৯:৪৯ পিএম



রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে জাতীয় পার্টি নেতাদের মধ্যে যেনো প্রতিযোগিতা চলছে। পুরো রংপুর শহর জুড়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, রংপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং রংপুর তিন আসনের সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ নিজ নিজ ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন। শহরের বেশ কয়েকটি সড়কে গেট নির্মাণ করেছেন তারা।
আগামীকাল প্রধানমন্ত্রীর জনসভায় বড় ধরনের শোডাউন করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
জাতীয় পার্টি নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমানের ব্যানার ও ফেস্টুনে দলটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি নেই। ফেস্টুনে তার নিজের ছবির উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়েছেন।
মশিউর রহমান রাঙ্গা তার ব্যানার ও ফেস্টুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশাপাশি জাতীয় পার্টির প্রয়াত এরশাদ চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ছবি দিয়েছেন।
অন্যদিকে রাহাগির আল মাহি এরশাদের ব্যানার ও ফেস্টুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করা হয়েছে।

