২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি মুলতবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০২:০৯ পিএম

ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি হয়নি।
রবিবার (৩০ জুলাই) নির্ধারিত দিনে আপিল বিভাগের একজন বিচারপতি অসুস্থ থাকায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ বসেননি। পরে শুনানির জন্য নতুন তারিখ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন ও শপথ নেওয়ার অভিযোগে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ২৯০ জন এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি আজ রোববার (৩০ জুলাই) পর্যন্ত মুলতবি করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য এসেছিল।
আদালতে সেদিন রিটের পক্ষে শুনানি ছিলেন ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরশেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও সায়েম মোহাম্মদ মুরাদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ সংসদ সদস্যের শপথকে অবৈধ দাবি ও তাদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে খারিজ করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একই বছরের সেপ্টেম্বরে আবেদন করা হয়েছিল। কিন্তু এতদিনও সেটি শুনানির উদ্যোগ নেওয়া হয়নি।
চার বছরের বেশি সময় পর এসে ওই রিট শুনানির জন্য ফের উদ্যোগ নেন আবেদনকারী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সে অনুযায়ী আবেদনটি গত বছরের ১১ জুন আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানিতে ওঠে।