৬ দেশের নির্বাচনী পর্যবেক্ষক আসছে ২৮ জুলাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৪:১৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে ছয় দেশের ৬ সদস্যের প্রতিনিধি দল আগামী ২৮ জুলাই ঢাকায় আসছে বলে জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)।
সোমবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের উদ্দেশ্য হলো-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা, সুষ্ঠু পরিবেশ, আইনশৃঙ্খলা, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি, নির্বাচন কমিশনের সক্ষমতা সহ নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করা।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় ও তৃতীয় টিম বাংলাদেশ সফর সহ ইএমএফ’র ধারাবাহিক কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইএমএফ।
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইএমএফর আমন্ত্রণে জার্মান, নেপাল, ভারত ও ভুটান সহ চার দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রথম টিম বাংলাদেশ সফর করেছিল। তারা বাংলাদেশ নির্বাচন কমিশন সহ দেশের বেশকিছু রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের ছয় সদস্যের আন্তর্জাতিক পর্যবেক্ষদের দ্বিতীয় দল বাংলাদেশ সফরে আসবে।
তিনি বলেন, ২৮ জুলাই বাংলাদেশে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে রয়েছেন-মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে, আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়ন সাংবাদিক নিক পউল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকারকর্মী পার্ক চুং চাং, জাপানের সমাজকর্মী ইউসুফী সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।
২৮ জুলাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে নেতৃত্ব দেবেন-ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল। সফরকালে প্রতিনিধিরা ২৯ জুলাই সকালে ‘নির্বাচন পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবেন।
অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তৃতীয় টিম বাংলাদেশ সফর আসবে- ওই টিমে থাকবেন মালদ্বীপ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও ভুটান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধিরা। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতালীগ, জাসদ, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় কর্মসূচি রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন-ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ইকবাল বাহার, মো. মনির হোসেন, সুলতানা রাজিয়া শিলা প্রমুখ।