জামিন পেলেন চিকিৎসক মিলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চিকিৎসক মাকসুদা ফরিদা আক্তার মিলি জামিন পেয়েছেন।
বুধবার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
আজ সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলি। একইসঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ইয়াকুব আলী। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা যায় তাঁদের নবজাতক সন্তান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন দুপুরে মারা যান আঁখি। এ ঘটনায় ১৪ জুন ধানমন্ডি থানায় মোট ছয়জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন-ইয়াকুব আলী। মামলার অন্য আসামিরা হলেন -চিকিৎসক মাকসুদা ফরিদা আক্তার মিলি, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজ, জমির ও এহসান। মামলার ৫ নাম্বার আসামি মাকসুদা ফরিদা আক্তার মিলি।