ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ছবি: সংগৃহীত
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি দুই হাজতির মৃত্যু হয়েছে। তারা হলেন- সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ (৬৫)।
বুধবার (১৯ জুলাই) সকাল ৭টায় সাবিদকে ও বেলা সাড়ে ১২টায় সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে আসে। তখন পরিক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাবিদের বাবার নাম মৃত টিপু সুলতান। আর সবুজের বাবার নাম আব্দুস সোবহান। দুজনের মরদেহই মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।