ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:৪৪ এএম

ছবি-প্রতীকী

ছবি-ভোরের কাগজ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে। সবকেন্দ্রই থাকছে সিসি ক্যামেরা। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
পুলিশ ও আনসারের পাশাপাশি মোতায়েন থাকবে ১০ প্লাটুন বিজিবি, র্যাবের বেশ কয়েকটি টিম এবং ভ্রাম্যমাণ আদালত।
রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে। কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন-আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন-আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবং তারিকুল ইসলাম। প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন নৌকা প্রতীকের মোহাম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের হিরো আলম ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সিকদার আনিসুর রহমান।
উল্লেখ্য, নিরুত্তাপ এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলেরই প্রার্থী নেই।