জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু মঙ্গলবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ও একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন আবারো শুরু হচ্ছে আগামী মঙ্গলবার বিকেলে। গত ২৬ জুন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাশের পর অধিবেশন ৪ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ৪ জুলাই বিকেল ৫টা ১৫ মিনিটে মুলতবি অধিবেশন আবারো বসবে।
এর আগে গত ১৪ মে একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ও একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশন শুরু হয় ৩১ মে বিকেল ৫ টায়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট পেশ করেন ১ জুন বিকাল ৩টায়। বাজেটের ওপর ২৫ জুন পর্যন্ত দীর্ঘ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। ২৫ জুন রাতে অধিবেশনে অর্থবিল পাশ হয়। তার পরের দিন ২৬ জুন ২০২৩-২৪ অর্থ বছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাশ হয় জাতীয় সংসদে। এর পরে আগামী ৪ জুন বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রতি বছর ৩০ জুন বাজেট পাশের রেওয়াজ থাকলেও এবারে ঈদুল আজহার ছুটির কারণে তা এগিয়ে ২৬ জুন বাজেট পাশ হয়। যা কার্যকর হয়েছে গতকাল ১ জুলাই থেকে।
তবে চলতি অধিবেশন আর মাত্র ৩-৪ দিন চলতে পারে এবং অধিবেশনে কয়েকটি বিল পাশ ও উত্থাপণ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।