সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম


ছবি-সংগৃহীত

সিলেট সিটির নগরপিতা নির্বাচিত হওয়ায় মিষ্টিমুখ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: ভোরের কাগজ
শক্তিশালী বিরোধী প্রার্থী না থাকা ও বৃষ্টির বাগড়ায় সিলেট সিটির নির্বাচন অনেকটা নিরুত্তাপ হবে বলেই ধারণা করা হয়েছিল। তবে শঙ্কা উড়িয়ে ভোটাররা শেষ পর্যন্ত নির্বাচনকে উৎসবমুখর করে তুললেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, সিলেট সিটিতে ৪৭ শতাংশ ভোট পড়েছে। আর সেই ভোটের ফলে সিলেট সিটিতে অবস্থান ফিরে পেল আওয়ামী লীগ, বাসিন্দারা পেলেন নতুন মেয়র (নগরপিতা)।
[caption id="attachment_441724" align="aligncenter" width="1024"]
এদিকে, আনোয়ারুজ্জামান চৌধুরীর জয়ে প্রায় ১০ বছর পর সিলেটের মেয়র (নগরপিতা) হলেন আওয়ামী লীগের কোনো নেতা। আওয়ামী লীগের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান ২০০৩-২০১৩ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। পরে ২০১৩-২০২৩ পর্যন্ত সিলেটের নগরপিতা ছিলেন বিএনপির আরিফুল হক চৌধুরী।
সবগুলো কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে মেয়র (নগরপিতা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১। ৬৮ হাজার ২৯৩ ভোট বেশি পেয়ে সিলেটের নগরপিতা নৌকার মাঝি আনোয়ারুজ্জামান চৌধুরী।