
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:১৬ এএম
আরো পড়ুন
রাজশাহীতে তিনদিনের কারাবাসে নারী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৫:১০ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নং কেন্দ্র কয়েকবার গোপন কক্ষে ভোটারতের সঙ্গে প্রবেশ করার দায়ে সাবিয়া বেগম নামের এক নারীকে ৩ দিনের জন্য জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২১ জুন) রাজশাহী সিটির তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ইসি সূত্র জানিয়েছে, ওই নারী একাধিকবার নারী ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। যা নির্বাচন ভবন থেকে কমিশনাররা সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিনদিন কারাবাসের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে রাজশাহী কারাগারে নিয়ে যায়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: ভোরের কাগজ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নং কেন্দ্র কয়েকবার গোপন কক্ষে ভোটারতের সঙ্গে প্রবেশ করার দায়ে সাবিয়া বেগম নামের এক নারীকে ৩ দিনের জন্য জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২১ জুন) রাজশাহী সিটির তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ইসি সূত্র জানিয়েছে, ওই নারী একাধিকবার নারী ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। যা নির্বাচন ভবন থেকে কমিশনাররা সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিনদিন কারাবাসের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে রাজশাহী কারাগারে নিয়ে যায়।