মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত আইনসম্মত ছিল না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:৫১ পিএম

জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনসম্মত ছিল না। তবে জাহাঙ্গীর আলম পদত্যাগ করায় মেয়র পদে ফেরার আর সুযোগ নেই।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রবিবার (১৮জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে এ কথা বলেন। এই বিষয়ে করা মামলাও নিষ্পত্তি করেছেন আদালত।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়। আওয়ামী লীগ থেকেও বহিস্কার করা হয়। পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এই সাময়িক বরখাস্তের অদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন তিনি। জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ এ রিট দায়ের করেন।