×

জাতীয়

বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৯:২১ এএম

   

পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

রাজধানীর বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা বৃষ্টি আক্তার (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় বৃষ্টি আক্তারের স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

বুধবার (১৪ জুন) ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। নিহতরা হলেন, মা বৃষ্টি আক্তার এবং মেয়ে সানজা মারওয়া। তাদের বয়স আনুমানিক মা এর ৩৩ বছর মেয়ের বয়স ১০ জিজ্ঞাসবাদের জন্য বৃষ্টি আক্তার এর স্বামী সেলিমকে(৪০) আটক করেছে পুলিশ। আজ ভোরে এ ঘটনা ঘটে। পরে মা মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বনশ্রী ফরায়েজী হাসপাতালে নেওয়ার খবর পেয়ে রাত আনুমানিক তিনটার দিকে আমরা সেখানে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে দাবি করেন স্বামী সেলিম। তবে চিকিৎসক জানিয়েছেন, বিষপানের কোন আলামত তাদের মধ্যে ছিল না। এজন্য ধারণা করা হচ্ছে, সেলিম তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। এসআই মো. সাদেক আরও বলেন, ‍‍তাদের একটি শিশু সন্তান রয়েছে তার বয়স সাত-আট মাস। বেকার অবস্থায় সেলিম বর্তমানে ফ্ল্যােটের ভাড়ায় তার সংসার চালাতো। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানা যায়নি। তবে পারিবারিক কোন অশান্তির কারণেই এই ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন করার পরে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App