ভোট সম্পন্ন: বেসরকারি ফলাফল প্রকাশ শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৫:৫২ পিএম

সোমবার বিকেল চারটায় বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে যে, বিকেল চারটার পরেও ভোট গ্রহণ করা হয়েছে। এরপর শুরু হয় ভোট গণনা। ছবিটি তুলেছেন ভোরের কাগজের ফটোসাংবাদিক মামুন আবেদীন
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সোমবার (১২ জুন) বেলা চারটায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট শুরু হয়েছিল সকাল আটটায়।
মোটামুটি সুষ্ঠুভাবে ভোট চললেও দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক শ’ নেতাকর্মী শহরের দুটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। আমিন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা-মারধর-হয়রানি, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধা দেয়া, জোরপূর্বক ভোট দেয়ারও অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। বরিশালে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আবুল খায়ের আবদুল্লাহ। সকাল সোয়া আটটায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বরিশাল সিটিতে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিম। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস ভোট দিয়েছেন গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা কেন্দ্রে । স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। হরিণ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইসকান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান বরিশাল নগরের সদর রোডের সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন এর মধ্যে মহিলা ভোটার এক লাখ ৩৮ হাজার ৩০৯ জন। এখানে মেয়র পদে সাতজন সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরই মধ্যে ৭২ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। সর্বশেষ খবর অনযায়ী এতে নৌকা প্রার্থী পেয়েছেন ৪৮৭৭৪ ভোট এবং হাতপাখার প্রার্থী পেয়েছেন ১৭৪৭২ ভোট।