
প্রিন্ট: ০৮ মে ২০২৫, ০৯:১২ এএম
আরো পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৪:১০ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেল। নির্বাচন কমিশনের অধীন থেকে সব এনআইডি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে এসেছে।
মন্ত্রিপরিষদে বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত বছরের ১০ অক্টোবর আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার (১২ জুন) মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্ত হয়েছে। এখন পালা কেবল জাতীয় সংসদে পাস হওয়ার। নির্বাচন কমিশন দেবে ভোটার আইডি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে নাগরিক আইডি।
এই আইনের ফলে জন্মের পর থেকে একজন নাগরিক একটি নাম্বার পাবেন। সেই সঙ্গে এনআইডি সংশোধনের কাজ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেল। নির্বাচন কমিশনের অধীন থেকে সব এনআইডি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে এসেছে।
মন্ত্রিপরিষদে বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত বছরের ১০ অক্টোবর আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার (১২ জুন) মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্ত হয়েছে। এখন পালা কেবল জাতীয় সংসদে পাস হওয়ার। নির্বাচন কমিশন দেবে ভোটার আইডি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে নাগরিক আইডি।
এই আইনের ফলে জন্মের পর থেকে একজন নাগরিক একটি নাম্বার পাবেন। সেই সঙ্গে এনআইডি সংশোধনের কাজ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হবে।