ঢাবির বিজ্ঞান ইউনিট ও চারুকলা ইউনিটের ফল প্রকাশ সোমবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল সোমবার (০৫ জুন) দুপুর ১ টায় প্রকাশ করা হবে।
রবিবার (০৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
এর আগে ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা ইউনিটের এবং ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়। চারুকলা ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে সাত হাজার ৯৭ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এছাড়াও বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে এক লাখ ২৭ হাজার ৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা ৫ হাজার ৯৬৫। আবেদনকারী মোট ভর্তিচ্ছুর সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন ২ হাজার ৯৩৪টি, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে।