রাজধানীতে লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৮:৫৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের লেকের (হ্রদ) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৩ জুন) পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এরই মধ্যে তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ বিকেলে দুই শিশু রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত শিশুদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।