
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৪:৫৫ পিএম
আরো পড়ুন
স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতা ১০ গুণ বেড়েছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৫:৪২ পিএম
স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতা ১০ গুণ বেড়েছে। এই সাম্প্রদায়িকতা সবার সামনে নিরবেই হয়েছে। যা আমরা অনুভব করি না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
‘জাতীয় নির্বাচন ২০২৪: ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগণের অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বুধবার (৩১ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমরা বলি বটে কিন্তু তাতে দেশে সাম্প্রদায়িকতা বেড়েছে। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। আমি জীবদ্দশায় তা দেখতে পাবো বলে মনে করি না। তবে নতুন প্রজন্মের প্রতি আমি আস্থাশীল। তারা যদি সোচ্চার হয় তাহলে হয়তো তা সম্ভব।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতা ১০ গুণ বেড়েছে। এই সাম্প্রদায়িকতা সবার সামনে নিরবেই হয়েছে। যা আমরা অনুভব করি না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
‘জাতীয় নির্বাচন ২০২৪: ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগণের অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বুধবার (৩১ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমরা বলি বটে কিন্তু তাতে দেশে সাম্প্রদায়িকতা বেড়েছে। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। আমি জীবদ্দশায় তা দেখতে পাবো বলে মনে করি না। তবে নতুন প্রজন্মের প্রতি আমি আস্থাশীল। তারা যদি সোচ্চার হয় তাহলে হয়তো তা সম্ভব।